নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হলেই......
লিখেছেন লিখেছেন কথার_খই ১৫ মে, ২০১৪, ০১:০৯:০৬ রাত
অন্ধের মত ছুটব কেন আমারা
অপরাজনীতির পথে?
দেশকে কেন পরিণত করব
গুম খুন আর নেশার জগতে?
দেশ নিয়ে কেন ভাবেনা তারা
ভাবে কেন পথে কুপথে নিজের স্বার্থ?
নতুন প্রজন্মকে বুজাই কি তারা
দূরনীতি দূরবিত্তায়নই সফলতার আসল অর্থ?
রাজনীতি যদি এভাবে প্রতিনিয়ত
নীতিহীনতার দেয় পরিচয়,
আমরা নতুন প্রজন্ম দেশের
স্বার্ববৌমত্ব নিয়ে সঙ্কিত : মনে জাগে ভয়!
অপরাজনীতির পথে ক্ষমতার
লালসা কবে বন্ধ হবে অসভ্যদের?
নতুন প্রজন্ম আছে অপেক্ষায়
রাজনীতিতে দেশপ্রেম কবে ফিরবে ফের।
দেশের স্বাধীনতা নৈতিকতার জন্য
যুদ্ধ আজ নতুন প্রজন্মের,
অপরাজনীতি মুক্ত দেশ গড়তে
সম্মিলিত প্রতিবাদ প্রচেষ্টা দরকার।
অপরাজনীতির থাবা
খালে বিলে পড়ে থাকে লাশ!
দেশ অপরাজনীতি মুক্ত হলেই
ফিরবে দেশে শান্তির সু:বাতাশ।
রাজনীতিতে অন্ধত্ব দূর করতে
এগিয়ে এসো হে নৌজোয়ান,
নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হলেই
অপরাজনীতি হয়ে যাবে অবসান।।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হলেই......
০ গাঁজা , মদ , ইয়াবা আর মাদকের আসর জমে উঠবে ।
০ অনাচারের বিস্তার লাভ করবে
মন্তব্য করতে লগইন করুন