গ্রেফতার দমন নির্যাতন নিপিড়ন চালিয়ে আন্দোলন ধমানো যাবেনা এটাই বাস্তবতা।
লিখেছেন লিখেছেন কথার_খই ০৯ নভেম্বর, ২০১৩, ০২:২৯:২৫ দুপুর
আওয়ামী লীগ নাকি আন্দোলনকে ভয় পায়না
কথা গুলো শুনতে বেশ মজাদার,
তবে বাস্তবতার সাথে মিল খুঁজতে গিয়ে
প্রশ্নের মুখে আমি এবং পুরো বাঙালী জাতি।
আমরা অবাক হই যখন তোফায়েল আহামদদের মত
নেতারা মন্তব্য করতে গিয়ে ভুল মন্তব্য করে।
আওয়ামী লীগ বরাবরই যখন বিরোধী দলের আন্দোলনের মুখোমুখী হয় তখন
গ্রেফতার দমন নির্যাতন নিপিড়ন চালিয়ে আন্দোলনের দমনের ব্যর্থ চেষ্টা করে।
এবারও তার ব্যতিক্রম নয়।
যদি আন্দোলন ধমাতে নেতাদের গ্রফতার করতে হয় তবে বুজতে হবে
১৮ দলীয় জোটের আন্দোলনে শুধু আওয়ামী লীগ নয় গোটা মহাজোট সরকার ভয়ে
তর তর করে কাঁপছে ।
যার প্রমান গোটা বাঙালী জাতি দেখেছে।
গ্রেফতার দমন নির্যাতন নিপিড়ন চালিয়ে আন্দোলন ধমানো যাবেনা এটাই বাস্তবতা।
আওয়ামী লীগের মাঝে আবার বাস্তবাতা মেনে নেওয়ার মানসিকতা খুবই ক্ষৃণ ।
তাই তারা সন্ত্রাস অস্ত্রবাজী খুন করতে দৃধাবোধ করেনা।
কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাস অস্ত্রবাজী খুন এসব প্রশ্রয় দেয়না
সময়ের হত দরে বাংলাদেশের মাঠিতে তা বার বার প্রমানিত। Click this link
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন