(((((((( বিনোদন ))))))) ভিডিও
লিখেছেন লিখেছেন কথার_খই ০৮ নভেম্বর, ২০১৩, ০৫:৫৫:১১ বিকাল
(((((((( বিনোদন )))))))
কোরআন হাদীসের বিরোদ্ধে যে বিনোদন
তাতে কেন আমরা হই বিনোদিত ?
কোরআন হদীসের বিরোধীতা-
দেখে মনে কেন হয়না ক্ষত ?
বিনোদন হওয়া চাই
কোরআন হাদীস মেনে ,
সমবৃদ্ধ হওয়া চাই
কোরআন হাদীসের জ্ঞানে ।
কোরআন হাদীসের বয়ানকে
নিতে পারি বিনোদন হিসাবে ,
কোরআন হাদীস শিখলে
নিশ্চয় আমাদের দূঃখ গুছাবে ।
সত্যকে শেখা সত্য মানার মাঝে
মুমিনের আসল বিনোদন ,
সত্য বিনোদন ছাড়া -হবোনা বিনোদিত
এটাই হওয়া চাই পণ ।
ভুলেও মিথ্যা বিনোদনে
নেবোনা মনে সুখ ,
মিথ্যা কোন কিছু এলে
ফিরিয়ে নেব মুখ ।
বিনোদনের বহমান স্রোত
হোক শান্তিময় ধর্মের পক্ষে ,
জীবন সাজাতে হবে
আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ।
মিথ্যা বিনোদনে বিনোদিত হলে
মোহান আল্লাহ জান্নাত করবে হারাম ,
সত্য বিনোদন ছড়াতে হবে
শহর , বন্দর , গ্রাম ।
তবেই আমরা পেতে পারি
'' জান্নাত '' চির সুখের বাসস্থান ,
চলো সবাই মিলে করি
সত্য সৎ জীবনের সন্ধান ।
<><><><><><><><><><><><><><><>
বুন্ধুরা আমরা বিনোদন ভেবে ইসলাম বিরোধী যত বিনোদনে মতে থাকি ,
যা পরকালে আমাদের জন্য সর্বনাশ
ড়েকে আনবে , সর্বনাশ থেকে মুক্তি পেতে
চলো আমরা মোহাম্মদ ( সাঃ ) এর পথ অনুসরন করি ।। ভিডিও
Click this link
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন