একটি মত প্রকাশ!!

লিখেছেন লিখেছেন কথার_খই ০৬ নভেম্বর, ২০১৩, ০৮:১৬:৩৭ সকাল

সততার হাতে ধরে ঝাপ দেবো

আগুনের পথে, যদি দিতে হয়,

সত্যের পথ থেকে দূরে যেতে চাইনা

এটাই মনের পক্ষ থেকে বিজয় ।

আমার নৈতিকতা আমার সততা

যেনো রাখতে পারি আপন করে,

কোন লোভ কোন লালসা যেন

না নেয় আমায় অনন্ত কোন আঁধারে।

শুদ্ধ চিন্তার পথে যেনো হয়

আমার চিরন্তণ পথ চলা,

সরল পথে চলার লক্যে আল্লার কাছে

আমার প্রার্থণা আমার কথা বলা।

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File