বঙ্গবন্ধুদেশ!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৭:৩৮ রাত
বঙ্গবন্ধুদেশ ¤
প্রধানমন্ত্রী জাতি সংঘ সফরে গেছেন--- ভালো কথা।
১৪০ জনের বিশাল বহর নিয়ে গেছেন, যেখানে কিনা গত বছর গিয়েছিল ৮৭ জন--- ঠিক আছে।
এই ১৪০ জনের মধ্যে বিশিষ্ট নাগরিক আছেন ৩০ জন--- তাও ঠিক আছে।
এই বিশিষ্ট নাগরিকগণ হলেন মহিলা লীগ, ছাত্রলীগ আর যুবলীগের নেতারা!!! --- কয় কি???
দেশে কাঁড়ি কাঁড়ি বিশিষ্ট নাগরিক আছেন এটা সবাই জানে, তাই বলে যুবলীগ, ছাত্রলীগ নেতারাও বিশিষ্ট নাগরিক?
আচ্ছা! ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় সফরে কেন যাবে?
তারা রাষ্ট্রযন্ত্রের কে?
জনকন্ঠের বগুড়া স্টাফ কী করে দেশের বিশিষ্ট সাংবাদিক হয়?
টুঙ্গিপারার উপজেলা চেয়ারম্যান জাতিসংঘে গিয়ে কী হাতিঘোড়া উল্টে দেবেন শুনি?
আসলে সরকার, রাষ্ট্র আর দলকে গুলিয়ে ফেলছে। যেখানে গণভবনে যুবলীগের অনুষ্ঠান হয়, নৌকার ব্যাজ লাগিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে মহানগর আওয়ামী লীগের সভা সরাসরি দেখানো হয়, সেখানে বিদেশ সফর তো পানিভাত।
আল্লাহ না করুন, ২০২১ পর্যন্ত গদিতে থাকলে বোধহয় দেশের নামটাই চেঞ্জ হয়ে হয়ে যাবে- বঙ্গবন্ধুদেশ!!!Click this link
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন