বিষয় রেমিটেন্স এত অর্জন এত সফলতা এত গর্বের অংশীদার শুধু রাজনৈতিক পায়দা লুটার মধ্যে সিমাবদ্ধ!!
লিখেছেন লিখেছেন কথার_খই ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২৩:০৩ রাত
প্রবাসী মন্ত্রনালায় ও প্ররাষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রবাসীদের পাঠানো টাকায় বাংলাদেশের
অর্থনীতি সচল থাকে এটা সত্য।
এটাও সত্য প্রবাসী বাংলাদেশীদের
দূর্ভোগেরও কোন শেষ নেই প্রবাসে !
পাসপোর্ট অথবা ভিসা বিষয়ে যে কোন
সমস্যা নিয়ে বাংলাদেশ দ্রুতাবাসে গেলে
প্রবাসী বাংলাদেশীরা যেন কুকুর হয়ে যায়! দুরদুর ছায় ছায় অবস্তা !!!!
এই কথা ঐ কথা যে কথাই বলেন যেন শুনার সময় নেই!!
ব্যবহার দেখলে মনে হয় পুলিশ ও ড়াকাতের সম্পর্ক!
অক্লান্ত প্ররিশ্রমের টাকা দেশে পাঠায়।
ঐ টাকা নিয়ে সরকার গর্ব করে বলে এ বছর ..... এত হাজার কোটি টাকা
এসেছে, এটা আমাদের সরকারের
নেয়া ভিবিন্ন পদক্ষেপের অর্জিত ফসল!!
এত অর্জন এত সফলতা এত গর্বের অংশীদার
শুধু রাজনৈতিক পায়দা লুটার মধ্যে সিমাবদ্ধ!!
আমরা প্রবাসীরা আমাদের আর্জনের অংশীদারত্ব কি পাবনা?
আমরা ক্ষমতা চাইনা......
আমরা চাই বাংলাদেশ দ্রুতাবাসে গেলে একটু সুন্দর ব্যবহার!
পাসপোর্ট অথবা ভিসা বিষয়ে যে কোন সমস্যা নিয়ে গেলে
যথা সময়ে সমস্যার সমাধান।
দ্রুতাবাসে গেলে পাসপোর্ট রেনিও করার জন্য
দেখা যায় মাসের পর মাস
চলে যায় ৪বার ৫বার ৬বার যাওয়া লাগে।
যা চাকরির কারণে বেশির ভাগ প্রবাসি পক্ষে যওয়া সম্ভবপর নয়।
উক্ত বিষয়ে প্রবাসী মন্ত্রনালায় ও প্ররাষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।Click this link
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন