[*]গান ও বাদ্য যন্ত্র সম্পর্কিত বিধান [*] আধুনিকতা আসে সততা থেকে অশ্লীলতা থেকে নয়
লিখেছেন লিখেছেন কথার_খই ২৬ জুলাই, ২০১৩, ০৪:১১:৩৪ রাত
"তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।" - (সূরাঃ আল-বাকারাহ্,
আয়াতঃ ৪২)
আধুনিকতা আসে সততা থেকে অশ্লীলতা থেকে নয়
[*]গান ও বাদ্য যন্ত্র সম্পর্কিত বিধান [*]
|||_____ আবু দাউদ, ইবনে মাজা, ও ইবনে হাব্বান বর্নিত হজরত আবু মালেক আশ আবীর রেওয়াতে রাসূল (সঃ) বলেন___ঃ আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কতকের আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিনত করে দেবেন।_______ ||| ____|||____
হযরত ইবনে আব্বাস (রাঃ) এর রেওয়াতে রাসূল (সাঃ) বলেন,,,,, আল্লাহ তাআলা মদ , জুয়া ও সারেঙ্গী হারাম করেছেন। তিনি আরও বলেন,,, নেশা গ্রস্থ করে এমন প্রত্যেক বস্তু হারাম। (আহমদ,আবু দাউদ)
_______|||_____ --__
বাদ্য যন্ত্র ব্য্তীত সুললিত কন্ঠে উপকারী তথ্যপূর্ন কবিতা পাঠ নিষিদ্ধ নয়।
কতক রেওয়াতে আছে যে তবলা, সারিন্দা প্রভৃতি বাদ্য যন্ত্রযুক্ত নারীকন্ঠ নিঃসত গান হারাম কেবল সুললিত কন্ঠে যদি কোন কবিতা পাঠ করা হয় এবং পাঠক কোন নারী বা কিশোর না হয়, সাথে সাথে কবিতার বিষয়বস্তু অশ্লীল বা কোন পাপ-পক্কিলতা যুক্ত না হয় তবে তা জায়েজ।
______|||_____
যে খেলা বা গান মানুষকে ইসলামী বিশ্বাস থেকে সরিয়ে নেয় না কিন্তু কোন হারাম কাজে ও গোনাহ কাজে লিপ্ত করে দেয়, এগুলো কুফর নয়; কিন্তু হারাম ও কঠোর গুনাহ।
___ উৎস মাআরেফুল কোরআন , সূরা আল-লোকমানের আংশিক ব্যাখ্যা পৃষ্ঠা (১০৫২-১০৫৪)।
\\_____পরাগ____ -/
আধুনিকতা আসে সততা থেকে অশ্লীলতা থেকে নয়
"তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।" - (সূরাঃ আল-বাকারাহ্,
আয়াতঃ ৪২)
আধুনিকতা আসে সততা থেকে অশ্লীলতা থেকে নয়
[*]গান ও বাদ্য যন্ত্র সম্পর্কিত বিধান [*]
|||_____ আবু দাউদ, ইবনে মাজা, ও ইবনে হাব্বান বর্নিত হজরত আবু মালেক আশ আবীর রেওয়াতে রাসূল (সঃ) বলেন___ঃ আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কতকের আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিনত করে দেবেন।_______ ||| ____|||____
হযরত ইবনে আব্বাস (রাঃ) এর রেওয়াতে রাসূল (সাঃ) বলেন,,,,, আল্লাহ তাআলা মদ , জুয়া ও সারেঙ্গী হারাম করেছেন। তিনি আরও বলেন,,, নেশা গ্রস্থ করে এমন প্রত্যেক বস্তু হারাম। (আহমদ,আবু দাউদ)
_______|||_____ --__
বাদ্য যন্ত্র ব্য্তীত সুললিত কন্ঠে উপকারী তথ্যপূর্ন কবিতা পাঠ নিষিদ্ধ নয়।
কতক রেওয়াতে আছে যে তবলা, সারিন্দা প্রভৃতি বাদ্য যন্ত্রযুক্ত নারীকন্ঠ নিঃসত গান হারাম কেবল সুললিত কন্ঠে যদি কোন কবিতা পাঠ করা হয় এবং পাঠক কোন নারী বা কিশোর না হয়, সাথে সাথে কবিতার বিষয়বস্তু অশ্লীল বা কোন পাপ-পক্কিলতা যুক্ত না হয় তবে তা জায়েজ।
______|||_____
যে খেলা বা গান মানুষকে ইসলামী বিশ্বাস থেকে সরিয়ে নেয় না কিন্তু কোন হারাম কাজে ও গোনাহ কাজে লিপ্ত করে দেয়, এগুলো কুফর নয়; কিন্তু হারাম ও কঠোর গুনাহ।
___ উৎস মাআরেফুল কোরআন , সূরা আল-লোকমানের আংশিক ব্যাখ্যা পৃষ্ঠা (১০৫২-১০৫৪)।
Click this link
বিষয়: বিবিধ
২৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন