তাহলে তো তুমি শিবির কর, তোমাকে পুলিশে দেব: জাবি ভিসি

লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ জুলাই, ২০১৩, ০৩:৪৫:২৭ দুপুর

ওয়াজ শোনার কারণে পত্রিকার হকারের মোবাইল কেড়ে নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আনোয়ার হোসেন। পরে ওই হকারকে শিবির আখ্যায়িত করে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিলেন তিনি,

অভিযোগ পাওয়া গেছে, গত ৩০শে জুন সকাল সাড়ে ৬টার দিকে তোফাজ্জল নামের পত্রিকার এক কিশোর হকার পত্রিকা বিলি করতে বের হয়। সে তার মোবাইল ফোনে ওয়াজের অডিও রেকর্ড শুনতে শুনতে পত্রিকা দিতে ভিসির বাসভবনে যান। ওই সময় তিনি হকারকে ধমক দিয়ে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। বলেন, এই ছেলে তুমি কোন ক্লাসে পড়। হকার জানায় সে ক্লাস সেভেনে পড়ে। তখন ভিসি হকারকে বলেন, ‘এই ছেলে, তাহলে তো তুমি তো শিবির কর। আমি তোমাকে পুলিশে দেব।’ তখন হকার ভয়ে দৌড়ে পালিয়ে আসে। ওই হকার জানান, ভিসি এখন পর্যন্ত তার ফোনটি ফিরিয়ে দেননি। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে বর্তমান ভিসি নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন ছাত্র, ছাত্র সংগঠন ও শিক্ষকদের শিবির বলে অভিহিত করে আসছে। গত ১৮ই মার্চ মওলানা ভাসানী হলে ভিসি এক ছাত্রলীগকর্মীকে শিবির বলে মন্তব্য করলে তার এক বন্ধু এর প্রতিবাদ করেন। তখন ভিসি ওই শিক্ষার্থীকে বলেন, এই ছেলে, তুমি কে? তখন ওই ছেলে বলে, স্যার আমি মিথুন সরকার। তখন তিনি বলেন, তুমিও তো শিবির। শিক্ষার্থী বলেন, স্যার আমি তো হিন্দু। ভিসি বলেন, হিন্দু তো কি হয়েছে? তুমি তো শিবিরের হিন্দু শাখার সদস্য। তাছাড়াও গত মাসে তিনি ‘শিবির পন্থি’ নয় জন আওয়ামী পন্থি শিক্ষকের তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন। এদিকে শিক্ষক সমিতির অবরোধের কারণে গতকালও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ ছিল। এ নিয়ে টানা পনের দিন প্রশাসনিক ভবন বন্ধ রয়েছে। Click this link

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File