যৌতুক কেন বন্ধ হয়না মনের প্রশ্নে জর্জরিত হই আমি ! যে যৌতুক নেয় ভিবেগ তার- ''বল'' কত টুকু দামী ? সব মানুষ তো নিজেকে সৎ হিসাবে দেয় পরিছয় , যৌতুক নিতে যৌতুকের কথা বলতে আসেনা কেন তাদের মনে আল্লাহ্'র ভয় ?
লিখেছেন লিখেছেন কথার_খই ২৭ জুন, ২০১৩, ০২:১৬:৫০ রাত
যৌতুক কেন বন্ধ হয়না
মনের প্রশ্নে জর্জরিত হই আমি !
যে যৌতুক নেয় ভিবেগ তার-
''বল'' কত টুকু দামী ?
সব মানুষ তো নিজেকে
সৎ হিসাবে দেয় পরিছয় ,
যৌতুক নিতে যৌতুকের কথা বলতে
আসেনা কেন তাদের মনে আল্লাহ্'র ভয় ?
আল্লাহ্'র হকুম বিয়েতে
করতে হবে মোহরনা আাদায় ,
আমরা মানি কি বিয়তে
আল্লাহ্'র দেয়া রায় ?
পুরুষের দেওয়ার কথা আছে , তবে-
আমরা কেন চাই এই হারাম ?
তা হলে কি আমাদের কাছে
আল্লাহ্'র কথার নেই কোন দাম ?
ভিবেগটাকে কেন করব-
বিক্রয় , সমান্যতম মূল্যে ?
আল্লাহ্ কে মেনে ভিবেগটাকে
করতে হবে প্রপোল্য ।
যৌতুক নিয়ে যদি
শুরু করা হয় সংসার জীবন ,
তার মানসিকতার হবে অবক্ষয়
ভিবেগের হবে ছন্দ পতন ।
শুরুতে যদি হয়
এই অবস্তা ,
দাম্পত্য জীবনটাই হয়ে যাবে-
তুচ্ছ , হয়ে যাবে সস্তা ।
আমাদের হওয়া চাই উন্নত-
জীবন , জান্নাত মুখী ,
নয়তো ইচ্ছা অনিচ্ছাই শুধু-
মাত্র নিজেকে দেবো ফাঁকি ।।
::::::::::::::::::::::::::::::::::::::::::
বন্ধুরা আমাদের কে এগিয়ে আসতে হবে
যৌতুক প্রথা বন্ধ করতে , আমরা যদি পারি তবে
আগামীপ্রজম্ম আমাদের অনুসরন করবে
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন