রাজনীতি চাই জনগনের জন্য
লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ মে, ২০১৩, ০২:২২:৩৬ রাত
রেশা রেশির রাজনীতির
বলি হচ্ছে সাধারন মানুষ,
সাধারন মানুষ প্রতিবাদ করলে-
হয়ে যায় দোষ! !
বর্তমানে চলছে দেশে ক্ষমতার রাজনীতি-
জনগনের রাজনীতি নয়,
ক্ষমতার পিপসা দেখে
আজ জনমনে ভয়।
রাজনীতি মানে রসের নীতি
জিব্বায় লালা জরে হায়!!
রসের জন্য লাশ বানাতে . . .তারা
অস্ত্র হাতে থাকে পাহারায়!!
লাশ বানানোর রাজনীতির
অবসান চাইনা তারা,
লাশ বানিয়ে মিছিল মিটিং 'এ'
সাজায় আন্দোলনের পশরা।
আনদোলন করতে গিয়ে হচ্ছে
ভাংচুর লুটপাঠ জকম,
ক্ষমতার রাজনীতিতে সত্যকে মিত্যা , মিত্যকে সত্য-
বানাতে নেই কোন লজ্জা সরম!!!!
আরো জানতে........
Click this link
বিষয়: রাজনীতি
১০১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন