মা দিবসে কলম কালি........ মোহান আল্লাহ'কে খুশি করতে হবে মায়ের নির্দেশ, জীবন থাকতে কি করে করি এখনি আমার চেষ্টার শেষ?
লিখেছেন লিখেছেন কথার_খই ১২ মে, ২০১৩, ০২:৩৪:৩৮ রাত
অলস হলে কেমনে
আমি পাব সফলতা?
কি করে আমি দূর করব
মায়ের মনের ব্যথা।
মায়ের মনের ব্যথা হল
কেন জ্বলে না কোর'আনের আলো ঘরে ঘরে,
মায়ের স্বপ্ন পুরন করতে
সতেজতা চাই আমার অন্তরে।
মা বলে হতে হবে প্রচার প্রসারে
সতেজযতার প্রভাব,
তবেই খুশি হবে
আমার আল্লাহ্ আমার ''রব''।
মোহান আল্লাহ'কে খুশি করতে
হবে মায়ের নির্দেশ,
জীবন থাকতে কি করে করি
একুনি আমার সেষ্টার শেষ?
মায়ের নির্দেশ পালন করে যদি-
আল্লাহ্'কে খুশি করতে পারি,
কেন আমি ছেড়ে যাব
দামী এই তরী ??
বিষয়: বিবিধ
৪০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন