আল্লাহ ছাড়া আমরা কাউকে করিনা তো ভয়, হবে হবে এবার সত্য সাধনার জয়।

লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ মে, ২০১৩, ০২:৩৬:৪৩ রাত

ধর্যের বাঁধ ভেঙ্গে যেতে চাই

প্রতিনিয়ত প্রতিটি মনে মনে,

অধিকার আদায় করতে

চল্ রে চল্ আন্দোলনে।



যা আমাদের পাপ্য অধিকার তা-

কেন যে আমরা পাইনা?

সত্যের ''সমর'' গুলো মনে-

মনে আর কাঁদতে পারেনা।





এত দিনের কান্না গুলো

কর সবাই শক্তিতে রুপান্তর,

সামনে এলে তারা, বলহে-বল

বল আল্লাহুআকবর।





আল্লাহ ছাড়া আমরা

কাউকে করিনা তো ভয়,

হবে হবে এবার

সত্য সাধনার জয়।



সত্য মানে কুর'আন হাদীস

সত্যের উপর আমাদের পথ চলা,

সত্য প্রচার, প্রসার করতে আমাদের-

এই আন্দোলন আমাদের এ কথা বলা।





বিষয়: সাহিত্য

২৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File