জীবন সৃষ্টি উদ্দিশ্য হল মানুষের ইচ্ছাকে পরিক্ষা করা, প্রশ্নের মুখা মুখী হলেই ভাবনা আসবে পরিক্ষায় পাশ করব কি না.........
লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ এপ্রিল, ২০১৩, ০১:৫৫:৫৯ রাত
আমরা কত কথা বলি
ভেবেছি কি কথায় প্রশংসা করি কার?
বুজা উচিৎ নয় কি এক মাত্র-
আল্লাহ'ই' প্রশংসার দাবিদার?
Click this link
আমরা সত্য পথের প্রতিকের
প্রশংসা করব নিত্যদিন,
সত্য মানে কথায় কাজে
কোর'আন ও হাদীসের আহবান।
আমরা মানতে চাই আল-কোর'আন
বুজতে চাই সত্যের বিধি নিষেধ,
সত্যকে বুজলে বন্ধ হবে
হত্যাযজ্ঞ সহ সকল অপরাধ।
কোর'আন নয় শুধু নামাজ, রোজা,
হজ্জ, যকাত এর জন্য,
কোর'আন এসেছে বিশ্বের সকল-
মানুষের জীবনকে করতে ধন্য।
কোর'আনের কথায় শত কষ্টেও
যারা থাকবে সিদ্ধান্ততে অটল,
তারাই জীবনের আসল-
উদ্দেশ্যে হবে সফল।
এই জীবন সৃষ্টি উদ্দিশ্য হল
মানুষের ইচ্ছাকে পরিক্ষা করা,
পরিক্ষার খেয়ালে আছি কি তা
উচিৎ নয় কি নিজেকে প্রশ্ন করা?
প্রশ্নের মুখা মুখী হলেই ভাবনা আসবে
পরিক্ষায় পাশ করব কি না,
পেল করলেই নিশ্চত
জাহান্নমের অসয্য যন্ত্রনা।
যন্ত্রনা থকে বাঁচতে অুসরন-
করা চাই মোহাম্মদ (সাঃ ) এর পথ,
আমারা সকলের যত্রা হোক
চিরস্থায়ী মহা শান্তির জান্নাত।
-------------------------------------------
অনুগ্রহ করে সবাই একটি বার ভাবে দেখুন।
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন