...... প্রধানমন্ত্রী, ম খা'কে পদত্যাগে বাধ্য করুন, আমাদেরকে লজ্জা থেকে বাঁচান.....

লিখেছেন লিখেছেন কথার_খই ২৫ এপ্রিল, ২০১৩, ০৫:৫৬:২৪ বিকাল

আমি বুকে কষ্ট চেপে রাখতে পারছিনা বুকের সিমাহীন কষ্ট গুলো চোখে জল হয়ে টপ টপ ঝরে পড়ছে......

কেন? উত্তর অবশ্যই সবার জানা.....



ইচ্ছে হচ্ছে চোখ দুটো নষ্ট করে ফেলি!

যেন এ লাশের মিছিল দেখতে না হয়, ইচ্ছে হচ্ছে ঐ ভবনের মালিককে নিজের হাতে খুন করি! এত গুলো লাশের দায় ভার তার উপর দিয়ে।

ইচ্ছে হচ্ছে নিজের কান দুটুকেও নষ্ট করি!

গরু ম খা'র গরুর মত উক্তি যেন শুনতে না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে বলেছেন, মৌলবাদী বিএনপির কিছু ভাড়াটে হরতাল সমর্থক সাভারের ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে।

বুধবার রাতে বিবিসিতে প্রচারিত সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন।

স্তম্ভ ধরে নাড়াচাড়া করলে তাতে ভবনটি ধসে পড়তে পারে কিনা জানতে চাইলে বিবিসিকে মখা আলমগীর বলেন, ভবন ধসে পড়া সম্পর্কে আপনাকে একথাও মনে রাখতে হবে যে ধসে পড়া ভবনের কোনো অংশ নিয়ে নাড়াচাড়া করলে অন্য অংশের ওপর এর প্রতিক্রিয়া পড়ে।

ম খা'র যোগ্যতার প্রমান আর কত লাগবে

তাকে পদত্যাগে বাধ্য করতে?

প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন ম খা'কে পদত্যাগে বাধ্য করুন,

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File