ন্যায়ের কলম রুদ্ধ করতে আজ মাহামুদুর রহমানের জীবন হুমকির মুখে..... অবিচারের ধাবানলে আজ বিচারের- বাণী কাঁদে জনসমুক্ষে......

লিখেছেন লিখেছেন কথার_খই ২২ এপ্রিল, ২০১৩, ০১:৪৪:৫০ রাত

বিচার ব্যবস্তা বা নীতিনির্ধারকরা যদি

অন্যায়কে ন্যায়ের চোখে দেখে....

অন্যায়ের সমাজ প্রতিষ্ঠা হয়

অন্যায়কারি থাকে সুখে......



ন্যায়ের কলম রুদ্ধ করতে আজ

মাহামুদুর রহমানের জীবন হুমকির মুখে.....

অবিচারের ধাবানলে আজ বিচারের-

বাণী কাঁদে জনসমুক্ষে......



আজ অন্যায় যে করে তার মিলে

ফাইভষ্টার হোটেল, পলাও, বিরানি.......

সত্য ন্যায়ের পক্ষে যারা বলে

তাদের মিলে জেল জুলুমের গ্লানি........



শুনি তবুও প্রতিনিয়ত মুখে মুখে

গনতন্ত্রের গদিময় কথা.......

গদির নাগাল পেলে দেখি তখন

বিরোধী মত দমনের নির্মাম নির্মমতা.......





বিষয়: রাজনীতি

১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File