তথ্য সন্ত্রাস ও বাংলাদেশের রাজনীতি, এবং সন্ত্রাস লালন পালনের প্রতিযোগীতা......
লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ এপ্রিল, ২০১৩, ০৩:০৪:৩৭ রাত
রাজনীতি করতে গেলে সন্ত্রাসী লালন পালন করতে হয়
রেখেছে আওয়ামী লীগ প্রমান,
সন্ত্রাসীহীন রাজনীতি খালি চোখে
দেখলে মনে হয় ম্লান!!

রাজনীতির রঙ পরিস্কার হচ্ছে
প্রকাশ পাচ্ছে ফ্যাসিবাদ ভাবনা,
গনতন্ত্রের কথা আছে মুখে, বাস্তবে-
গনতন্ত্রের উপর বাকশালি হায়না।

গনতন্ত্রের পক্ষে যারা কথা বলে
পাচ্ছে তারা বদ্ধ কারাগার,
ফ্যাসিবাদি শক্তির দ্রুবজাল
গনতন্ত্রের পথ আঁধার।

রসের রাজনীতিতে রস নেই
আছে হিংসা প্রতিহিংসা,
দেশের সাধারন মানুষ যাবে কোথায়-
হারিয়েছে আজ দিশা।

রাজনৈতিবিদ'রা বলে 'করি'
আমরা জনগনের রাজনীতি,
এখন দেখি জনগন মরে মরুক
দেখি ক্ষমতার সর্বউচ্চ প্রীতি।

ক্ষমতার জন্য 'ধর্ম' বাদ
ধর্মহীন করার চেষ্টায় বিভোর,
ক্ষমতা পেয়ে নিজের সাথে
বড় নেতাও হয়েছে আজ চোর।

আরো চলছে তথ্য সন্ত্রাস
ভিন্নমত দমনের হাতিয়ার,
মানুষের উপর ঋণের বোজা
মুখে মুখে খই ফুটে ডিজিটাল দেশ উপহার।

ডিজিটাল ভাবে দখেছি আমরা
শেয়ার বাজার, সোনালি ব্যংক, লুটপাট
ডিজিটালের ছায়া দেখি পদ্দাসেতু
কুইক রেন্টাল সহ টেন্ডারবাজির বেজেটে।



রেলের ডিজিটাল ধরা খেলে
সাদা বিড়াল হয় কালো,
প্রধানমন্ত্রীর দূর্নীতি দমন কমিশনে গেলে
কালো বিড়াল হয়ে যায় ভালো।

ডেসটিনি ভাল হয়ে গেছে বৌশাখি টিভি'র
সরকারের গুন গানে,
হলমার্কের লুটপাট মাফ
অর্থমন্ত্রীর সুবিদানীতির কারনে।


ছবি গুলো
নেয়া হয়েছে!!
বিষয়: রাজনীতি
২১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন