লেখাটি না পড়ে মনে কোন ধারনা পোষন করবেনা! আমি বিশেষ চেতনার বাস্তবতা চাই যেখানে থাকবেনা কোন ধর্ম, ধর্মহীন হয়ে ধর্মহীন করতে আমার পরিশ্রম, অবিরাম আমার কর্ম।
লিখেছেন লিখেছেন কথার_খই ১০ এপ্রিল, ২০১৩, ০২:২৬:১৮ রাত
আমি আওয়ামী লীগে যোগ দিতে-
চাই নিজের স্বাধীনতা পেতে,
আওয়ামী লীগের কর্মি হতে চাই
আমি যে কোন শর্তে।
আওয়ামী লীগে যোগ দিতে চাই
হাতে পেতে আগ্নেঅস্ত্র,
আমার দরকার খুনা খুনি
রাস্তা ঘাটে যত্রতত্র।
আমি মাঠি রক্তে লাল করতে ভালবাসি,
যারা আমার বিরোদ্ধে বলে,
আমি মিড়িয়ার উপর নির্দেশনা চাই
তারা যেন আমার বিরোদ্ধে কথা না বলে।
আমি বিশেষ চেতনার বাস্তবতা চাই
যেখানে থাকবেনা কোন ধর্ম,
ধর্মহীন হয়ে ধর্মহীন করতে
আমার পরিশ্রম, অবিরাম আমার কর্ম।
আমার চেতনার বিরোদ্ধে যারা বলে
তারা আমার শত্রু, তারা মৌলবাদী,
আমার মতাআদর্শ প্রতিষ্টা করতে
স্তায়ী করতে চাই' আওয়ামী লীগের গদি।
---------------------------------------
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে
ভাড়ে আমাদের সংখ্যার জয়,
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমার খাদ্য
অখাদ্য মিলে যতাযত' নেই কোন ভয়।
----------------------------------------
আমার মনের সাথে আওয়ামী লীগের মিল পাই তাই-
মৌলবাদীর সথে আমার ক্রোদ!
মৌলবাদী শব্দের অর্থ জানলেও লুকিয়ে রাখি মনে,
নিতে লালন করা প্রতিশোধ।
------------------------------
মূলনীতি যারা অনুসরন করে তারা-
আমার মন ও চোখের দুশমন,
মূলনীতির বাইরে এলে মুসলমন'রা
আমার অনন্ত খুশি, আমি শয়তান।
======================
লেখাটি আওয়ামী লীগে যোগ দিতে যাওয়া
নতুন নাস্তিক মনা'র কথা ভেবে কাল্পনিক কলম কালির সম্নয়......
আরো ছবি যোগ করার ইচ্ছা ছিলো! মনে হল ছবি গুলো যোগ করলে ব্লগ নীতিমালা ভঙ্গ হবে তাই করলাম না ।
বিষয়: রাজনীতি
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন