বন্ধুরা আমাদের সবাইকে কবরে যেতে হবে, আমরা কি প্রস্তুত আছি কবরে যওয়ার জন্য? আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তমি আমাদের সবাইকে বুজার জন্য জ্ঞান দাও। (আমিন)
লিখেছেন লিখেছেন কথার_খই ০৯ এপ্রিল, ২০১৩, ০২:৫১:১৩ রাত
আমরা কি কখনো ভবে দেখি
মরণ দেয়ে আসছে আমাদের দিখে,
কবরে যেতে হবে
এই জগতের সব কিছু রেখে।
কি করে কামায় করি
কি খাবার খায় আমরা,
মনের মাঝে রাখি কি তা
ভিবেগ মোদের দেয় কি পাহারা?
মুসলিম হিসাবে হালাল কামায়-
হালাল খাবার , হওয়া চাই নিশ্চিত,
আমরা কি আল্লাহ্'র প্রশংসা-
ছাড়া গাইবো কোন গীত?
আল্লাহ্'র প্রশংসা চাই
গানে, কবিতায়, হৃদয়ের আহবান ,
নয়তো ঐ কবরে
যন্ত্রনা হবে সপের ধংশনে।
আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ
শুধু তার ইবাদতের জন্য,
আল্লাহর ইবাদত করলেই
হবে, জীবন ও আখেরাত ধন্য।
এসো সবাই এক মাত্র
আল্লাহর ইবাদত করি,
এসো ইসলামী সাংস্কৃতি মেনে
আল্লাহর পথে জীবন গড়ি।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বন্ধুরা আমাদের সবাইকে কবরে যেতে
হবে, আমরা কি প্রস্তুত আছি কবরে যওয়ার জন্য?
আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে । আল্লাহ্ তমি আমাদের সবাইকে বুজার জন্য জ্ঞান দাও। (আমিন)
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন