আমরা সত্য পথের অনুসারি হতে চাই প্রতি ওয়াক্ত, সত্য মানতে গিয়ে মানবনা আল্লাহ্ ও রসুল ছাড়া অন্য কারো শর্ত।

লিখেছেন লিখেছেন কথার_খই ০৬ এপ্রিল, ২০১৩, ০৩:৪৫:৫৬ রাত

কোর'আনের কথা যদি

যুগে যুগে সত্য প্রমানিত হয়,

বল সত্য মানতে তোমার

মনে আছে কিসের ভয়?



ভয় কর কি মা-বাবা বা

পরিবার নাকি সমাজ?

সত্য না মানলে আখেরাতে

শুনবেনা তুমি মুক্তির আওয়াজ!

----------------------------------------

আমাদের ভয় করা উচিৎ

শুধু মাত্র এক আল্লাহ্'কে,

মা-বাবা পরিবার সমাজ

পারবেনা জাহান্নামকে দিতে রুখে।

----------------------------------------

জাহান্নামকে রুখতে হবে আমাদের-

মেনে কোর'আন ও সহী হাদীসের কথা,

মা-বাবা পরিবার সমাজের দোহাই-

দিয়ে নষ্ট করোনা সময় অযথা।

------------------------------------------

সময় নষ্ট করলে যেমন-

সময় ফিরে পাওয়া যায়না,

মিত্যার সাথে একত্বতা করলে পেতে হবে

নিশ্চয় জাহান্নামের অসয্য যন্ত্রনা।

-----------------------------------------

যন্ত্রনা থেকে মুক্তি পেতে

চলতে হবে সত্য মেনে,

আহবান আমার এসো

কোর'আন শিখি প্রতি জনে জনে।

------------------------------------

কোর'আনে উল্লেখ আছে মানুষের-

প্রয়োজনীয় সকল বিধি বিধান,

কোর'আনকে মেনে চললে

পৃথিবীতে ছড়াবে শান্তির জয়গান।

---------------------------------------

শান্তির জন্য কোর'আন

মোহাম্মদ (সাঃ) সারা পৃথিবীর রহমত,

সর্ব উত্তম চরিত্র দিয়ে মোহাম্মদ (সাঃ)

দেখিয়ে গেছেন সত্যের পথ।

-------------------------------------

আমরা সত্য পথের অনুসারি

হতে চাই প্রতি ওয়াক্ত,

সত্য মানতে গিয়ে মানবনা

আল্লাহ্ ও রসুল ছাড়া অন্য কারো শর্ত।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File