<<ঘটনা ০৪>> অবরোধে বিড়িখোরদের কিছু সমস্যা হচ্ছে ! সত্য ঘটনা

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০১ ডিসেম্বর, ২০১৩, ০১:১৫:৪৪ রাত

চাকুরির কারনে অনেক জায়গায় ঘুরতে হয় । অবরোধের কারনে কিছুটা অবসর পাওয়ার পর ভাবলাম একটু আয়েশ করবো । সেই উদ্দেশ্যে গেলাম এক চায়ের দোকানে চা টা খাওয়ার জন্য । তো সবে মাত্র চায়ের কাপ হাতে নিয়া একটা কলা ছিড়ছি এমন সময় সামনে দিয়া একটা ছোট মিছিল গেলো এরপর মিছিল শেষ কইরা এক যুবক আমার মতই বয়স বড়জোর এক বছরের বড় ২২ বছর হতে পারে এসেই

- বাইসাব গরম গরম এক কাপ চা দেও আর একটা লিফ ।

- লিফ ৬ ট্যকা ।

- ৬ ট্যাকা কিতার লাগি ?

- সিগারেটের সাপ্লাই বন্দ, এরলাগি দাম বেশি । (demand and supply low এর সুন্দর উদাহরণ , ইকনমিক্স এর পুলাপাইন পরীক্ষায় উদাহরণ দিতে পারো)

- অবরোধের লাগি নি ?

- অয় ।

- ও আইচ্ছা । হরতাল অবরোধের নতুন আইন করা উচিতঃ এম্বুলেন্স, পত্রিকা, অসুধ (ঔষধ), এর লগে বিড়ির গারিও চলানি উচিত ।

এরপর উনি মনের সুখে বিড়ি টানিতে টানিতে চলিয়া গেলেন । কিছুক্ষন পর টাকা দিয়ে আসার সময় দোকানদার মামায় চুপি চুপি বললো, " ভাইসাব একশ প্যাকেট সিগারেট স্টকো রাখছি, যত বেশি অব্রোদ দিবো অতো বেশি লাব। " (seller's expectation এর উদাহরণ ইকনমিক্স এর পুলাপাইনের লাইগা আরেকটা প্র্যাক্টিকাল)

এরপরে চুপচাপ চইলা আসলাম !!!!!!!!!!!!!!!

বিষয়: রাজনীতি

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File