সৌদি পুলিশ বাংলা পুলিশ
লিখেছেন লিখেছেন বড়মামা ০১ ডিসেম্বর, ২০১৩, ০১:৩৮:৩০ রাত
আমি সৌদিআরব মক্কায় বিশ বছর দরে আছি।ব্যাপসা করি তাই আনেক সময় কস্টমারের সাথে সমস্যা হয় ।একদিন এক মহিলা কাস্টমার বলে ছোফা বাসায় দিয়া আসো আমি নিয়া গেলাম পুরা টাকা না দেওয়াতে আমি কিছু মাল ফেরত নিয়া আসলাম।সাথে সাথে মহিলা আমার দোকানে এসে পুলিশের ভয় দেখাচ্ছে।আমি বল্লাম তোমার যা খুশি তাই করো।মহিলা থানাগিয়ে আমার বিরুদ্ধে যাই বল্ল আমাকে থানা থেকে ফোন করে ডাকালো।যাইয়া দেখি পুলিশ গরম আমি বল্লাম আমরা জমেলা করিনা মহিলার বাসায় পুলিশ পাঠাও।পরে আমার সাথে দুই জন পুলিশ মহিলার বাসায় গেল দেখলো সব ঠিক আছে।মহিলাকে পুলিশ বল্ল এটা
আমরা সমাধান করতে পারবোনা।পুলিশ আমাকে বল্ল তুমি টাকার জন্য নালিশ করো।মহিলা দেখলো কোন লাভ হলো না।তাই পিছন থেকে ডাক দিয়ে আমাকে পাওনা টাকা গুলি দিয়া দিলো আমি পরে মহিলার বাকি মাল পৌচিয়ে দিলাম।করোই কোন টাকা খরছ হয় নাই।বাংলা পুলিশ হলে কত কিছু করতো।এরকম অনেক গঠনা আছে।আমাদের কাছে কেউ কোন চাদা চায়নি।ছিনতাই নাই বল্লেই চলে।সৌদিপুলিশ ২৪ঘন্টা রোডে থাকে ফোন করলে ৫ মিনিটে হাজির ছোট খাটো জামেলা তদন্তকারী
পুলিশই ফয়ছলা করে দেয় ।না মানলে উভয়কে থানায় নিয়া বড় অফিসারকে দিবে।পকেটে হাত দেওয়া লাগেনা।টাকা দিতে চাইলে উল্ট মাইর খাইতে হবে।নামাযে সময় হলে সবাই এসাথে নামায পড়ে ইমাম হয় বড়টা মানে অছি।আর বাংলাদেশী পুলিশ বলে বিদেশ থেকে আসছেন কিছু ভিক্ষা দেন তার পর কথা শুনি।কিছু নাদিলে কথাই বলবেনা।পরে বলবে জিডি করবে লিখে আনেন তারপর ৫০০শত দেন।আর সৌদিতে থানায় যেকোন কিছু লেখা ফটো কপি করা সব তারা করে দেয়।দেশী পুলিশ হারাম খোরের বাচ্ছারা নেয় অন্যায় বুজেনা শুধু বুজে টাকা আর গালা গালী ভালো মানুষকেও বলে যানেন এই মুহুর্তে আমি কি করতে পারি।দেশি পুলিশরা লোক দরে বড় বাপের কাছে জিগায় বাবা কোন ধারায় চালান দিবো বাবার কথামত সব হবে।দেশী অছি বিসার্কেল এসপি যত উপরে যাবেন তত টাকা বেশী লাগবে।নেয় কাজের জন্যও সবাইকে খাওয়াতে হবে।পরে যেই সেই কোন ইনসাব পাবেন না।কখন যে দিশী পুলিশ হারাম খাওয়া ছারবে আল্লাহই ভলো যনে।
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন