বিমানে অনেক মশা ।
লিখেছেন লিখেছেন বড়মামা ২২ মার্চ, ২০১৫, ০২:৩৯:৩১ রাত
গত ১৬ মার্চ ২০১৫ ইং রাত ১২টায় জেদ্দার ফ্লা্ইট দেশের অবস্থার কারনে সন্ধার আগেই বিমান বন্দরে চলে এসেছি ।ভিতরে এতো মশা যে অনেকে পা উপরে উঠিয়ে বসেছে। তাদের অনুরুদে মশা থেকে বাছার জন্ন বলতে গেলাম অবিসারের কাছে ।তিনি বল্লেন আমাদের কিছুই করার নাই মশা থেকে বাছার উপায় একটাই তাহলো বাহির থেকে মশার কয়েল এনে জালিয়ে রাখুন।ওনি নিজেও মশাথেকে বাছার জন্ন পানির খালি বোল দিয়ে সে্টন বানিয়ে কয়েল জালিয়ে রেখেছেন।ভাবলাম একটু কস্ঠ করি পরে বিমানে উঠে দেখি সেখনে আরো বেশি মশা ।সে্প করলো আমাদের রেখেই খুব কস্ট হচ্ছিলো কিছুই করার নাই আমরা অসহায় প্রবাসী যাত্রি।কবে আমাদের কস্ঠ বুজবে বিমান কর্তি পক্কা ।
বিষয়: বিবিধ
১৪৯৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইটি আমার, উল্লেখিত বানানগুলো একটু দেখে নেবেন।
আপনার কষ্টে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি বিষয়টি অথোরিটি ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
দুই চারটা মশা মারার পর মশা আর কাছে ঘেষে না।
মন্তব্য করতে লগইন করুন