"বন্ধু হলাম "
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২২ মার্চ, ২০১৫, ০২:৪৫:৩১ রাত
হাসাহাসি কাশাকাশি
চলবে এবার বারোমাসি
যদি থাকো কথা রাখো
আমরা তোমার হব সাথি
সাথি হবো দুঃখের দিনে
তোমার সুখেই হবো সুখী:
আর কি বাকি? ভাবছ দেখি!
এসো করি কোলাকুলি!
কাঁদছ কেনো?একটু শোনো
দেখতে তোমায় খুব মায়াবী।
আপু পেলে,ভাইয়া পেলে,সাথে ছোট্ট বোন
বন্ধু হলাম আপন ভেবে রাখিও শরণ ।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতের চিন্তা ভাবনার গভীরতা তলহীন সাগরের মত, যা গভীরতা সর্বসাধারণের থাকে না। কবিতা লিখতে পারা আমার কাছে খুব কঠিন কাজ মনে, আর সে কঠিন কাজটা যখন কেও খুব সুন্দর হৃদয়গ্রাহী করে সম্পাদন করে তখন নিজেকে অন্তত এই ক্ষেত্রে অনেক ক্ষুদ্র মনে হয়। মন কে বুঝাই, সবার মধ্যে সব গুনাগুন থাকে না, সুতরাং যার মধ্যে যা ভাল, তাতে প্রশংসা করা আমার দায়িত্ব অর্থাৎ প্রশংসার যোগ্য কাউকে প্রশংসাতো করতেই হবে।
শুধু বলবো,
তুমি সুন্দর,তুমি অনেক সুন্দর
চার চেয়েও সুন্দর তোমার ওই মনটা অনেক শুভকামনা
শূন্য হৃদয় ,পুড়ছি সেই কাল থেকে
অজস্র স্বপ্ন ,ভেঙ্গে চুড়ে অবশেষ
দুঃখ গুলো পোষি হাসি মুখে !
জানি শূন্যতা,এ আমার নিয়তি
পূর্ণতায় হারানোর ভয়
তবুও যেন,ক্ষণে ক্ষণে প্রশ্ন
প্রভু কেন এত নির্দয় ।
আমি না হয় পাবার মাঝে সুখ
নাইবা পেলাম চিরো মহা সুখ
হৃদয় পুড়ে ,তপ্ত জলে ,
অবশিষ্ট বাকি দুটো চোখ ।
দুটো চোখে স্বপ্ন দেখা, স্বপ্ন আঁকা
লক্ষি একটি বোন এসে ভাইয়া বলে
দিতো বকা ,চাইতো ফিতা ।
লক্ষি বোনের মায়াবী পরশে
বিদীর্ণ হৃদয় পূর্ণ হত এক নিমেষে ।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন