আমার সোনার পালের নাও , আমারে তুমি নিয়া যাও।
লিখেছেন লিখেছেন বড়মামা ১৩ মে, ২০১৫, ০৩:১১:০৭ রাত
পালের নাও পালের নাও পান খেয়ে যাও , ঘরে আছে অনেক কিছু সবই নিয়ে যাও । কে যাওরে ঐ দেশে কোথায় তোমার বাড়ি, সেথায় গেলে দেখতে পাবে প্রধান মন্ত্রি নাড়ী। কোন দেশের কলেজেতে জিনার সেন্সুরী করে, কোন দেশে অন্দকারে আলেমদেরকে মারে। কোন দেশের নাস্তিকেরা মরলে শহিদ হয়, কোন দেশে ইসলাম মানলে মৌলবাদী হয়। কোন দেশের এমপিরা সংসদে ঘুম যায়, ঘুম যায় খায় আর শুধু গান গায়। কোন দেশের মন্ত্রি শুধু শিবির শিবির করে, ছেলে পেলের জাকানিতে দালান ভেঙ্গে পরে। কোন দেশের নেতারা আবল তাবল বলে, নালায়েক লোকেরা এসে মন্ত্রিগিরি করে। কোন দেশের প্রধান বলে মন্ত্রি আমি চাই না, জণগনের দুঃক্ষ কষ্ট আমি সইতে পারিনা। মুখে মুখে বলে একটা ভিতরে তার উল্টা , কোনদিন যানি উড়ে যাবে এই প্রিয় জানটা। কোন দেশের বিডিয়ার জয় জয় করে, জয় জয় করে আর মেজোরদেরকে মারে। কোন দেশের মন্ত্রি শুধু রাভিস রাভিস বলে, চার হাজার কুটি টাকা ফালতু মনে করে। কোন দেশে কালো বিড়াল থাকেনা সে ঘরে, ইদুর দরেনা সে শুধু মেও মেও করে। কোন দেশের প্রধান শুধু মিত্যা কথা বলে, খমতায় থাকতে চায় যেকোন ছলে ভলে। কোন দেশের কিছু মেয়ে স্বাধীনতা চায়, বৈশাখী মেলায় গেলে অনেক কিছু পায়। সেই দেশে যাবো কিছুই নাহি চাই, সর্ব যায়গাতে যেন কোরানের আইন পাই।
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন