আজও হলো না লেখা কবিতা

লিখেছেন লিখেছেন গুরু মরিসকো ১৩ মে, ২০১৫, ০৮:৫১:৫৭ সকাল



কতদিন ভাবলাম কবিতা লিখবো বলে

কতরাত আকাশের পানে চাইলাম স্বপ্ন গুলোকে বড় করব ভেবে

কত যে ক্ষণ চিন্তা করেছি ......।

কই কবিতা তো আর আর লিখা হলো না

মনের ব্যথা তোর আর কাউকে পাশে বসিয়ে শুনান হল না ।

ভাবতে ভাবতে এভাবেই দীর্ঘদিন !!!!

আজ শক্ত নিয়ত করেছি একটা কিছু লিখতেই হবে

হ্বদয়ের কথা সব খোলাসা করে বলতেই হবে

উফ উফ !!

কোথায় সেই আবেগ , বেদনা - যাতনা

হ্বদয়ের ভাষা ......কোথায় ??

নাহ নাহ

আজও হলো না লেখা কবিতা !!

‪#‎অপ্রকাশিত‬ থেকে গেল

মনের ‪#‎অব্যক্ত‬ বেদনা ।

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319724
১৩ মে ২০১৫ সকাল ১০:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যা লিখেছেন তাই তো কবিতার দাদা হয়েছে Thumbs Up Thumbs Up
319727
১৩ মে ২০১৫ সকাল ১০:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : গ্রুর আপনাকে বিডি টুডে পরিবারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম।

কবিতা লিখতে না পারার কষ্টকর অনুভূতি প্রকাশ ফাটাফাটি একখান কবিতাই লিখে ফেললেন! শুভ ব্লগিং গুরু সাহেব! না, কমরেড!
কমরেড মরিসকো সাহেব, লেখা চালিয়ে যান, আমি আছি সঙ্গে, কথা দিলাম, আহ! কথা দিলেম তো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File