''আমি বোধ হয় মানুষ নই ''

লিখেছেন লিখেছেন গুরু মরিসকো ০৯ এপ্রিল, ২০১৫, ১২:৩৭:৪৯ দুপুর

আমি বোধ হয় মানুষ নই

মানুষ গুলো অন্য রকম,

মানুষ হলে অনুভূতি থাকতো,

শোকে দুখে কান্না আসতো

অন্যায় দেখে প্রতিবাদ করতো

অনাহারিকে আহার দিতো,

নিজ স্রষ্টাকে পুজা দিতো

আমি বো্ধ হয় মানুষ নই

মানুষ গুলো অন্য রকম

মানুষ হলে সত্যকে সত্য বলার সাহস থাকতো

মিথ্যাকে মিথ্যাই বলতো

জুলুমবাজ কে জুলুমবাজই বলতো

আমি বো্ধ হয় মানুষ নই।।

বিষয়: বিবিধ

১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File