@ সেই গ্রাম @

লিখেছেন লিখেছেন গুরু মরিসকো ৩০ মে, ২০১৫, ১১:৫৬:৩৫ রাত

গ্রাম

সত্যিই তুমি প্রকৃতি প্রেমিদের প্রাণ ।

এইতো মাত্র কদিন থাকলাম তোর বুকে

তাতেই তুমি আমার হৃদয়ে দিয়েছ প্রশান্তি অফুরান !!

গ্রাম,

হলফ করে বলছি, তুমি আমার প্রশান্তির ‪#‎তীর্থস্থান‬ ।

হৃদয় জাগানোর যন্ত্রযান ।

গ্রাম,

জানি ,তুমি আমার ‪#‎কৃষাণী‬ মায়ের স্বপ্ন-আশা

কৃষক বাবার হৃদয় নিংড়ান ভালোবাসা ।

গ্রাম,

তুমি হাজার বছরের ইতিহাসের হিমাগার ।

তুমি আমার আত্ত্বজীবনীর গ্রন্থগার ।

গ্রাম,

শোন , বলছি হাসি হাসি

মিথ্যা নয়, সত্যি -ই তোমায় বড্ড ‪#‎ভালোবাসি‬ ।

[ গ্রাম থেকে ঘুরে ‪#‎গুরুর এই আনুভুতি]

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File