অতি পেটুক
লিখেছেন লিখেছেন মেঘবালক ১৩ মে, ২০১৫, ০৯:১৩:০৯ সকাল
লোকটা অতি পেটুক ভাই
হাসবি তোরা শুনে
প্লেটের খাবার মিলিয়ে
নিলেন সব গুনে গুনে
বিয়ে বাড়ির বিরাট ভোজন
মৌ মৌ করা সব খাবার
মোল্লা লোকটা দুইবার খেল
তবু ফিরে এসেছে আবার।
বললাম হেসে ব্যপারখানা কি?
এলেন যে, আবার ফিরে?
বলল উনি বোরহানিটা ভালই
বানাইছে চলে যাই কি করে?
সেই ছলনায় বসলেন খেতে
রোষ্টটা নিলেন আগে
মাংস পোলাও বাদ দিলেন না
শেষে কিনা কম পরে ভাগে।
সাত-আট প্লেট কোর্মা পোলাও
করলেন তিনি সাবাড়
হাত বাড়িয়ে রেজালাটাও
নিলেন তিনি আবার।
তৃতীয়বারে মোল্লা সাহেব
খেলেন পেটটা ভরে
একটু পর পর ঢেকুর
তুলছেন আয়েশ করে।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন