তার সাথে আমার প্রথম পরিচয়
লিখেছেন লিখেছেন মেঘবালক ৩০ জুন, ২০১৪, ১২:৪৮:৩১ রাত
অনেক ছোটবেলার কথা এখন পুরোপুরি মনে নেই। আমি তখন হয়তো তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীতে পড়ি। নামাজ পড়ার জন্য আব্বা-মা খুব করে বলতো। নামাজে দাড়ানো রুকু, সিজদাহ ইত্যাদি শিখিয়ে দিল। আমিও নামাজ পড়ি। মাঝে মাঝে মিস করি। বিশেষ করে আসরের নামাজ ও ফজরের নামাজ। ফজরের সময় মা ডেকে তুলে নামাজ পড়াতো। নামাজ পড়েই আবার ঘুমিয়ে পরতাম।
যখন বড় হলাম। বড় বলতে সপ্তম-অষ্টম শ্রেণীতে পড়ি তখন যদি কোন নামাজ মিস হতো তাহলে পিঠের উপরে শাস্তি সহ্য করতে হতো। আর কৈফিয়তের শেষ ছিলো না।
যা হোক তখন যদি ওমন শাসনের মাঝে বড় না হতাম তাহলে রাস্তায় দাড়িয়ে প্রসাব করা লাগতো। এমন করে গড়ে তোলার জন্য বাবা-মা'কে আরেকবার ধন্যবাদ দিই।
রমজান মাসের প্রথম রোজাগুলি করেছি আমার জীবনের প্রথম। তখন শীতকাল ছিল। দিন ছিল ছোট তাই বেগ পেতে হয়নি। রোজার মাস শেষের দিকে যখন সহ্য করতে না পারছি। ঘরের মধ্যে একা একা চুপি চুপি গিয়ে মুড়ি অথবা হাতের কাছে খাদ্য কিছু থাকলে খেয়ে টিউবওয়েলে হাত মুখ ধোয়ার নাম করে পানি খেতাম। এমন করে তখন রোজা রাখছি।
এসব মনে হলে এখন খুব হাসি পায়। মহান আল্লাহার কাছে প্রার্থনা করি
হে আল্লাহ আমার জীবন মরনের তুমিই মালিক, সুতরাং তোমার দেখানো মুস্তাকিমের পথে আমাকে কবুল করো
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ আমার জীবন মরনের তুমিই মালিক, সুতরাং তোমার দেখানো মুস্তাকিমের পথে আমাকে কবুল করো - আমীন।
আর সেই সাথে আমার ভালোবাসা গ্রহন করবেন।
আর সেই সাথে আমার ভালোবাসা গ্রহন করবেন।
হা খুব মজার স্মৃতি ।
খুব ছোট থাকতে একবার লুকিয়ে পানি পানিছিলাম। প্রচন্ড কষ্টের পরে মাও জানতেননা কিন্তু সেই মহান রব্ব ঠিকই জানেন।
তখন রোজা আমার ফরজ হয়নি
বেশ ভালো লাগলো আপনার লিখাটি অনেক শুকরিয়া রইলো।
শুভ ব্লগিং।
ইসলামের ঝান্ডাধারি হবেন ইনশাআল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন