আমরা কি পরিপূর্ণ মুসলমান? একটি ছোট্ট ঘটনা ও একটি হাদিস

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১১ নভেম্বর, ২০১৩, ১২:১৩:৩৮ রাত

এক ফেবুকারের আইডিতে দেখি লেইখা রাখিছে রেলিজিওন - ইসলাম

আইচ্ছা ঠিকাছে তুই মুসলিম!

তারপরে about এ দিছে

নিজের পরিবার পরিজন ব্যতীত পৃথিবীর 2 জন

মানুষকে আমি চরমভাবে ভালবাসি।

আমি তাদেরকে ততটাই ভালবাসি যতটা আমার

দ্বারা সম্ভব।

1) স্যার হুমায়ূন আহমেদ

2)Cr7-ক্রিশ্চিয়ানো রোনালদো

বাহ বাহ বাহ! এইবার একটা হাদিস বলি,

একবার হযরত উমার (রাHappy রাসুল স: এর কাছে গিয়ে বল্লেন, "ইয়া রাসুলুল্লাহ আমি আপনাকে খুবই ভালোবাসি তবে আমার জানটা বাকি রেখে " জবাবে রাসুল স: মুচকি হেসে বল্লেন, "হে উমার তুমি এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারো নি "! তারপর উমার কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, তিবি ভাবলেন যদি রাসুল স: এর জানের উপর আঘাত আসে তবে আমি উমার কি করবো? তিনি ভেবে দেখলেন যে নিজের জীবন দিয়ে হলেও রাসুল স: এর রক্ষা করবেন তিনি! এরপর তিনি দৌড়ে রাসুল স: এর কাছে গেলেন গিয়ে ঘোষনা দিলেন, "ইয়া রাসুলুল্লাহ আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করি "

এইবার রাসুল স: মুচকি হেসে বল্লেন, "এখন তুমি পরিপূর্ণ মুসলমান "

সুতরাং ভেবে দেখার বিষয় আমরা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি কি না?

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File