একটি ঘোষণা, একটি যুদ্ধ, একটি বিজয়
লিখেছেন লিখেছেন আবু ওবাইদা আরাফাত ১১ নভেম্বর, ২০১৩, ১২:৩১:০৯ রাত
একটি ঘোষণা, একটি যুদ্ধ, একটি বিজয় আবু ওবাইদা আরাফাত
শোষণের সীমা ছাড়িয়ে গেলে
ধয্যের বাধ ভেঙ্গে যায়
দিশেহারা নিপীড়িতরা চাতক হয়ে
অপেক্ষায় থাকে একটি ঘোষণার।
আর পিছনে থাকা নয়,
তুমুল যুদ্ধ......
হায়েনা নিধন...
রক্তনদী...
লাশের মিছিল...
শহীদের সমাবেশ...
শহীদী দেশ......
একটি ঘোষণা, একটি বিজয়
কেবল আর একটি ঘোষণা চাই......
স্বাধীনতার জন্য.........।।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন