চাই ক্ষমতা
লিখেছেন লিখেছেন আবু ওবাইদা আরাফাত ১১ নভেম্বর, ২০১৩, ১১:১৬:১২ রাত
চাই ক্ষমতা
আবু ওবাইদা আরাফাত
যাক যত প্রাণ আমজনতার
ছাই হয়ে যাক গাড়ি,
চাই ক্ষমতা রাজার গদি
লাশ হয়ে যাক সারি।
আমার বেলায় ভাল সবি
তোমার বেলায় মন্দ,
শাসন আমার বিধান আমার
থাকো তুমি অন্ধ।
জয়ের টিকেট আমার ঘরে
দাদার সাথে সন্ধি,
তুমি থাকো বাকশালেতে
নিজের ঘরে বন্ধি।
১১/১১/২০১৩ ,রাহাত্তারপুল, চট্টগ্রাম
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন