২০১৩ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের কাউনসিলরদের ফলাফল ll

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১৬ জুন, ২০১৩, ১২:৪৬:২৬ দুপুর

১ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী সৈয়দ তৌফিকুল

হাদি আওয়ামী সমর্থিত প্রার্থী মিশকাতুন নূরের

চেয়ে ৬৮ ভোট বেশি পেয়েছেন।

২ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী রাজিক

মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল মামুন

ইবনে রাজ্জাক চেয়ে ৭ ভোট বেশি পান।

৩ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী এসএম আবজাদ।

৪ নম্বর ওয়ার্ডে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী l

৫ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী রেজোয়ান আহমদ l

৬ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী ফরহাদ রেজা চৌধুরী শামীম l

৭ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত নজিবুর রহমান নীরু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সাইয়েদ আবদুল্লাহকে পরাজিত করেন।

৮ নম্বর ওয়ার্ডে আওয়ামীপন্থী ইলিয়াসুর রহমান আরেক আওয়ামী সমর্থিত ক্যাডার জগদীশকে পরাজিত করেন।

৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত মখলিছুর রহমান

কামরান সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম বাবুকে পরাজিত করেন।

১০ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমদ l

১১ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম ঝলক l

১২ নম্বর ওয়ার্ডের বিএনপি প্রার্থী সিকন্দর মিয়া l

১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী শান্তনু

দত্ত শান্ত l

১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মুমিন জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবরার আহমেদ দুলাল ।

১৫ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী ছয়ফুল

আমীন বারেক l

১৭ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী দেলোয়ার হুসেন সজীব l

১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল l

১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির দিনার খান হাসু, l

২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত আজাদুর রহমান আজাদ বিজয়ী হয়েছেন।

২১ নম্বর ওয়ার্ডে নির্দলয়ী প্রার্থী আবদুর রকীব তুহিন l

২২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সৈয়দ মিছবাহুল

আলম আওয়ামী সমর্থিত অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিমকে পরাজিত করেন।

২৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আওয়ামী সমর্থিত

প্রার্থী মোস্তাক আহমদ।

২৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের সোহেল আহমদ রিপন

আওযামী সমর্থিত প্যানেল মেয়র শাহজাহানকে পরাজিত করেন।

২৫ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী তাকবীর ইসলাম পিন্টু, l

২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ তৌফিক বক্স l

২৭ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত

নজরুল ইসলাম বিজয়ী হন।

#.২৭টির মধ্যে বিএনপি ১১, আ.লীগ ৬,

জামায়াত ৩, নির্দলীয় ৬ ll

#.এছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী জামান

আহমদ ও নির্দলীয় প্রার্থী আবদুল মুকিত জাবেদ সমান সমান ভোট পান ll

বিষয়: রাজনীতি

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File