নদীর নাম কুশিয়ারা
লিখেছেন লিখেছেন আহমেদ সাজন শেখ ১৬ জুন, ২০১৩, ১২:৪৬:২০ দুপুর
নদীর নাম কুশিয়ারা!!!
দেখিতে ভারী সুন্দর, সুর্যের আলোর
ঝলকানীত তাহার জল করে কেবল টলমল!!
কি অপূর্ব ! কি চমৎকার! কি সুন্দর
রুপসী সেই কুশিয়ারার আশপাশ!
তারচাইতে ও বেশী সুন্দর কুশিয়ারা পাড়ের
মানুষের জীবণ ধারা। কি মনোরম পরিবেশে
বসবাস করেন, কুশিয়ারা পাড়ের জনতা।
কুশিয়ারা নদী দেখিতে ভারী চমৎকার!
টলটল জল তার, কি মনোরম লাগে!
অপরুপা নদী সে , কি যে ভালো লাগে!
নৌকোয় করে কুশিয়ারা নদী পার হতে
কতই আনন্দ লাগে!!
লঞ্চ চলে, ইঞ্জিন বোর্ট আরও চলে পাল তোলা নৌকো!
এই নদীতে নৌকোয় চড়ে যাওয়া যায় ভাটী অঞ্চলের
রাণীগঞ্জের বাজারে, যেখান হতে আপনি চাইলে
যেতে পারেন মরমী কবি হাছন রাজার বাড়ী রামপাশা।
এই নদীর নৌকোয় চড়ে আপনি যেতে ভাটীর সুনামগঞ্জ
নতুবা আজমীরী হয়ে একেবারে কিশোরগঞ্জের
ভৈরব বাজারের মেঘনা নদীর বুকে।
বছরের ১২ টি মাস জোরেই কুশিয়ারা নদীর
পানি থাকে পরিচ্ছন্ন, সুন্দর!
করে সদা টলমল ঝল মল!!
একেবারে পানির নীচে থাকালে চিক চিক বালি
আর মাছের সাঁরি দেখা যায়।।
বিষয়: সাহিত্য
১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন