আমরা নতুন তরুন প্রজন্ম

লিখেছেন লিখেছেন মুক্ত আকাশ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৮:২৮ রাত

আমরাই আছি এতদিন পরেও বিভেদের নিতিতে ভেসে

স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আমরাই খুজি এতদিন পরে এসে

দেশের সার্থ জলাঞ্জলি দেই, দলের সার্থ বুঝি

দেশ কি হবে, দলই বড়, দলই রুটি রুজি

ন্যয় অন্যায় সঠিক বেঠিক চিনতে করিনা ভুল

নেতা নেত্রিরা চিনিয়ে যে দেয় ধর্ম জাতি ও কুল

আমরা নতুন তরুন প্রজন্ম,মুক্তিযুদ্ধ চিনি

আমরা বলি সুবিধে মত অমুক তমুক খুনি।

কেউবা বলি "বংগবন্ধু কোন সে আদম, বল হে বন্ধুবর"

কেঊবা বলি "জিয়া ছিল এক পাকিস্তানের চর"

কেউবা বলি “বংগবীরের খেতাবটা নাও কেড়ে

শালা রাজাকার আমাদের শেখায়, স্পর্ধা গিয়েছে বেড়ে”।

আমরা নতুন তরুন প্রজন্ম,দেশ আমাদের প্রান

সকল বিয়ে উত্তসবে মাতি বাজিয়ে হিন্দি গান

সালমান আমির শাহরুখ নিয়ে আসর করি যে মাত

ডোরেমন আর হিন্দি নাটকে কাটিছে দিবস রাত।

বাংরেজি ভাষা হিন্দিতে যদিও হররোজ কথা হয়

জেন রেখ তবু এই মাটি দেশ হৃদয়ে অক্ষয়।

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File