সাধারন মানুষ কারা?
লিখেছেন লিখেছেন মুক্ত আকাশ ৩০ মার্চ, ২০১৩, ১২:০৯:৫৩ দুপুর
"নিরাপত্তা বাহিনীর সামনে, পুলিশের সামনে যদি সাধারন মানুষকে খুন করা হয় তাহলে পুলিশ কি আংগুল চুষবে"- স্বরাষ্ট্রমন্ত্রী।
সাধারন মানুষ কারা মাননীয় মন্ত্রী? সেদিন বিশ্বজীতকে যখন প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলের কুপিয়ে হত্যা করেছিল, তার অদুরেই পুলিশ তামাসা দেখেছিল। কই সেদিনতো পুলিশ গুলি ছুড়েনি। বিশ্ববিদ্যালয়ে অহরহ ছাত্রলীগ দা ছুরি পিস্তল নিয়ে অন্যের উপর ঝাপিয়ে পড়ছে, খুন করছে, করছে রক্তাক্ত। পুলিশের লোক ও এ থেকে নিস্তার পাচ্ছেনা। তবুও তখন কেন পুলিশের বন্দুক নিরব থাকে? আজো কোথাও আওয়ামীলীগ, ছাত্রলীগের কাঊকে পুলিশ গুলি ছুড়েনা, হত্যা করেনা। তবে কি তারাই সাধারন মানুষ আর আওয়ামীলীগ ছাড়া বকি সবাই সন্ত্রাসী, গুন্ডা নাশুকতাকারী?
কাদের সিদ্দিকী বলেছেন, আপনি নাকি মুক্তিযুদ্ধের সময় এডিসি ছিলেন। তখনও কি বাহিনীগুলোর প্রতি আপনার নির্দেশ এমন ছিলো-"দেখা মাত্র গুলি?"
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন