বাংগালীর আবেগ
লিখেছেন লিখেছেন মুক্ত আকাশ ০৬ এপ্রিল, ২০১৩, ০৩:৪৯:৩৭ দুপুর
বাংগালির আবেগ বড় বেশি, প্রজ্ঞা ও বুদ্ধির ধার খানিকটা কম। গনজাগরন মঞ্চনিয়ে ব্যাপক আলোচনা হল এক সময়। দলে দলে সবাই তাতে গলা মিলালো। টিভি মিডিয়াতে শুধু শাহবাগ আর শাহবাগ। তখন মনে হল, দেশের সবাই সেকুলার। এদেশে তরুন নতুন প্রজন্ম সবাই ইসলাম বিরোধী সেকুলার সংস্কৃতির ধারক বাহক।
নাস্তিক ইস্যুতে গনজাগরন মঞ্চ মার খেল। এলো নতুন ইস্যু, নতুন সংঘঠন "হেফাজতে ইসলাম"। এবার মিডিয়াগুলোতে একটাই আলোচনা হেফাজতে ইসলাম ও তার লং মার্চ। হেফাজতের সমাবেশ দেখে মনে হল এদেশের সবাই ইসলামপ্রিয়, সেকুলার সংস্কৃতীর বিরোধী। হেফাজতের লোকদের আবেগ দেখে মনে হচ্ছে, দেশে ইসলাম কায়েমের আর বাকি নেই।
সময়ের পরিক্রমায় এই ইস্যুও শেষ হয়ে যাবে। আসবে নতুন কোন কিছু, নতুন কোন চরিত্র। বাংগালী যথারীতি তার সব আবেগ নিয়ে তাতেও ঝাপিয়ে পড়বে। মিডিয়াগুলোতে রাত দিন চলবে আলোচনা সমালোচনা।
ইস্যু আসে ইস্যু যায়। রয়ে যায় বিবেক বোধ যুক্তিহীন বাংগালীর অন্ধ আবেগের রোমাঞ্চ।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন