আমরা মুসলমান তো নয়ই, মানুষও নই
লিখেছেন লিখেছেন ইহসান আব্দুল্লাহ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৭:৫৯ রাত
এতদিন বাংলাদেশকে মুসলমান প্রধান দেশ বলে জানতাম।হয়তো এখনো তাই আছে।তবে ভবিষ্যতে এখানে মুসলমানদের অস্তিত্ব থাকবে কিনা জানি না।এই সন্দেহের কারন কি?কারন হিসেবে উল্লেখ করতে চাই সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা।তবে এগুলো যদি বলি তবে হয়তো আমার বন্ধুরাই আমাকে নব্য রাজাকার বা শিবিরের জঙ্গি খেতাব দিয়ে দেবে।তবে নিন্দুকেরা যাই বলুক না কেন আমি আজ বলবো।বলবো একজন মুসলমান হিসেবে,একজন সাধারন মানুষ হিসেবে।বিগত দিনগুলোতে আমরা দেখেছি শাহবাগ,দেখেছি বাইতুল মকাররম,দেখেছি সারা দেশ।যখন রাজাকারের বিচারের দাবিতে শাহবাগ হয়েছিল উত্তাল তখন তরুন প্রজন্ম সেই দাবি আদায়ে হয়েছিল সোচ্চার।কিন্তু ওই যে রংধনুর সাত রং সারা বছর দেখা যায় না।একই ভাবে সেই দাবি আর তরুন প্রজন্মের দাবি থাকল না।ধীরে ধীরে একটি নাস্তিকবাদী মহল এই আন্দোলনকে নিজেদের কুক্ষিগত করে নিজ স্বার্থ চরিতার্থের ষড়যন্ত্রে লিপ্ত হল।তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ডভাবে আঘাত হানতে শুরু করল।কিন্তু আশ্চর্যের ব্যাপার হলেও সত্য যে এই দেশের মুসলমানরা নিরবে তা হজম করতে লাগলো।হায়রে মুসলমান!!!তবে হ্যাঁ,এর বিরুদ্ধে সাধারন মুসলমানরা সজাগ হতে দেরি করেনি।আমরা হলাম সেই মুসলমান যারা সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ ও তার রাসুলের জন্য জীবন বাজি রাখতে কার্পণ্য করেনি।আমরা তো কোন দলের না।হ্যা আমরা ইসলাম নামক দলের সদস্য।আর অবাক হওয়ার বিষয় হল দেশের কর্তা ব্যাক্তিদের চোখে এই মুসলমানরা নাকি সব জামায়েত-শিবির!তাহলে বলি এই দেশ কি এমন অতল গহব্বরে নিমজ্জিত হল যে আজ আমি উচ্চকণ্ঠে বলতে পারবো না যে আমি একজন মুসলমান?আর যদি নিজেকে মুসলমান বলতে না পারি তবে আমি কিসের মানুষ?
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন