আমরা কার ফঁসী চাই?কুখ্যাত ঘাতক (মৃত)কসাই আঃক্বাদেরের নাকি জামাত নেতা আঃক্বাদের মোল্লার? মৃত দেইল্যা রাজাকারের নাকি বিশ্বনন্দিত আল্লামা সাঈদীর?
লিখেছেন লিখেছেন মুক্তমন ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১৫:৪৪ রাত
আমরা আজকে কাদেরকে ধরে আদালতে হাজির করেছি?এরা কি আসল যুদ্ধাপরাধি নাকি মানবতাবিরোধী অপরাধি নাকি ভিন্নমতের জনপ্রিয় দেশপ্রেমিক-রাজনৈতিক নেতা-নাকি কেউ আবার বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন?এরা কিএতদিন কোথাও পালিয়ে ছিলেন?নাকি ৪২বছর দেশের স্বাধীনতা বিরোধি কাজে লিপ্ত থেকে আজ ঘৃনিত-নিন্দিত-কুখ্যাত-জঘন্য অপরাধি কেউ ?
আসুন-এক্ষেত্রে এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যটা একবার পড়ে নেই----
আমি ১৯৭৩ সালে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলাম। ওই সময় দালাল আইনে বিচারের জন্য পাকিস্তান আর্মির এদেশীয় ২৮ হাজার সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে যুদ্ধাপরাধের অভিযোগে যাদের আটক করা হয়েছে, ওই ২৮ হাজার বন্দীর মধ্যে এরা কেউ ছিলেন না। এরা যদি এতই ভয়ঙ্কর অপরাধী হতেন, তাহলে এদের একজনকেও ওই সময় গ্রেফতার তো দূরের কথা, এদের কারও বিরুদ্ধে দেশের কোনো একটি থানায় একটি জিডিও করা হলো না কেন? তিনি বলেন, যে কাদের মোল্লাকে এখন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, তিনিই স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, আবার বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে উদয়ন স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি যদি ‘কসাই কাদের কিংবা জল্লাদ কাদের’ হন, তাহলে আজ যারা তার ফাঁসির দাবিতে আন্দোলন করছেন তারা কেন তাকে ওই সময় আটক করে পুলিশে দিলেন না? এ ধরনের অনেক প্রশ্ন আজ সাধারণ জনগণের মাঝে।"
এখন আসুন- দুজন অভিযুক্তকে নিয়ে নির্মিত গণসঙ্গীতের ভাষায় বিবেকের কাছেই জিজ্ঞেস করি
আমরা আসলে কাদের............চাই?
জাতি যুদ্ধাপরাধির বিচার চায়-মানবতাবিরোধির বিচার চায়-
সন্ত্রাসিদের বিচার চায়-দুর্নীতিবাজদের বিচার চায়---------
আজ নিরপরাধ ভাল মানুষ-আলেমরা কেন জেলখানায়?
অপরাধিরা কোথায়?যুদ্ধাপরাধি কোথায়?খুনি-সন্ত্রাসীরা কোথায়?দুর্নীতিবাজরা কোথায়-অপরাধিরা কোথায়?
মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে ধরিয়া
বিশ্বনন্দিত মুফাসসির সাঈদীকে ধরিয়া--
বাগের হাটের মৃত-দেইল্ল্যা-রাজাকার সাজাইয়া--
মানবতাবিরোধি অপরাধি বলিয়া--
দলীয় আর মতলবাজদের শিখাইয়া-পড়াইয়া/
স্বাক্ষী বানাইয়া-মিথ্যা সাক্ষি দিয়া
শতাব্দির শ্রেষ্টতম-শতাব্দির জঘন্যতম
মিথ্যাচার করিল হায়!
দুনিয়া নিন্দা জানায়
অপরাধিরা কোথায়।।
জামাতনেতা আঃকাদের মোল্লাকে ধরিয়া--
মীরপুরের ঘাতক-মৃত কসাই কাদের সাজাইয়া--
মানবতাবিরোধি অপরাধি বলিয়া--
দলীয় আর মতলবাজদের শিখাইয়া-পড়াইয়া/
স্বাক্ষী বানাইয়া-মিথ্যা সাক্ষি দিয়া-
সাক্ষিদের শোনা কথাতেই
সাক্ষিদের শোনা কথাতেই
যাবজ্জীবন দিল রায়--
কান্দেবিবেক হায়রে হায়--
যুদ্ধাপরাধি কোথায়---।।
একাত্তরে গণহত্যা করেছিল যারা
এক সাগর রক্তে দেশটা ভাসাইলো যারা
কুখ্যাত শাসকগোষ্ঠি পাক হানাদারেরা--
আসল যুদ্ধ-অপরাধি কোথায় আজ তাহারা--
পাক হানাদারেরা-কোথায় আজ তাহারা---?
একশত পঁচান্নব্বই জন যুদ্ধাপরাধি কোথায়?
আজ আলেমরা কেন কাঠগড়ায়--
অপরাধিরা কোথায়।।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন