আজকের বিক্ষোভ সামাল দেয়ার ক্ষমতা হাসিনার আছে কি?

লিখেছেন লিখেছেন রণতরী খান ০১ এপ্রিল, ২০১৩, ০৮:০৯:৩৫ সকাল

গোটা বাংলাদেশটাই আজ কারাগার। যেদিকে তাকাই শুধু হাহাকার। চিরচেনা ভাইগুলো সব জেলে বন্দী। কার সাথে গল্প করব আমি। মনের আপন কথাগুলো যাকে বলব, তাদের অনেকে জেলে, বাকিরা আত্মগোপনে।

এভাবে আর কতদিন বলতে পারেন। দায়িত্বশীলদের বলছি, অনুমতি দেন-পুরো দেশ অচল হয়ে যাবে। ছাত্র-জনতার প্রতিরোধে হাসিনার পুলিশ পালানোর পথও খুঁজে পাবে না।

স্থানীয় দায়িত্বশীলদের ভাইদের প্রতি অনুরোধ-আপনারা নিজ উদ্যোগে প্রতিরোধ শুরু করুন। আজ ঘর ছেড়ে রাজপথে নেমে আসলাম। জেলের তালা ভেঙে আমার ভাইদের সাথে নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। দেখি আজকের বিক্ষোভ কিভাবে সামাল দেয় হাসিনার পেটোয়া বাহিনী।

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File