যেখানে পাবা বাআল সেখানেই মেরে করো টাল---

লিখেছেন লিখেছেন রণতরী খান ৩০ মার্চ, ২০১৩, ০৮:০৫:৫৩ রাত

বাআল, বাকশাল বা আওয়ামী লীগ যাই বলেন, আমার কথা হচ্ছে কুকুরের জন্য শক্ত মুগুর দরকার। কুত্তাকে লায় দিলে সে প্রথমে ভাতের পাতিলে মুখ দেবে, পরিবেশ নষ্ট করবে। তারপর আপনার পায়ে কামড় দেবে। বিষাক্ত করে তুলবে, জীবন ও জনপদ।

তাই ওদের জন্য উপযুক্ত জবাব হচ্ছে, শক্ত করে ঘারে গদাম দেওয়া। ঘারটাত ধরে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়া।

তর্ক লাগলে উচু গলায় বলবেন, এদেশে বাআলের জন্মটা হয়েছে বর্ণবাদের পেটে, অনেকটা জারজের মতো। ওদের কাছে মানবতা মানে নীরিহ মানুষের রক্ত চেটেপুটে খাওয়া। ওরা কালো জানোয়ার। মানুষ খেকো বুনো হেন্দার। ওরা আজ স্বাধীনতার নাম করে প্রিয় মাতৃভূমিকে বিক্রি করে দিতে চাচ্ছে।

ওদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে রাস্তায় নামতে হবে। আজ যারা বাকশালের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন জীবন দিয়ে হলেও তাদের পাশে থাকার শপথ করছি। আসুন আওয়ামী লীগকে প্রতিহত করি, দেশকে রক্ষা করি।

আওয়ামী লীগের কিছু বিলাই মার্কা মিডিয়াকে বলছি বিক্রিত মগজে এর চেয়ে ভাল কিছু লেখা যায় না। আপনাদের আওয়ামী নিরপেক্ষতা দেশের সাংবাদিকতার জন্য চরম

লজ্জ্বা। শুনে রাখুন ছাত্রলীগের কপালে দু:খ আছে। খেলারাম খেলে যাও...দেখা হবে রাজপথে...

সময় একদিন আমাদেরও আসবে...

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File