এ লড়াইয়ে জিততে হবে
লিখেছেন লিখেছেন রণতরী খান ২৯ মার্চ, ২০১৩, ০৯:৫১:১৫ রাত
আমার যে ভাইটি আজ বিনা চিকিৎসায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে তার চিকিৎসা নিশ্চিত করতে আমাদের আজকের লড়াই।
আমার মা-প্রিয় সন্তান হারিয়ে শোকের সাগরে ভাসছে, তাকে স্বান্তনা দিতে আমাদের এ লড়াই। পুলিশের গুলির মুখে ঘর ছাড়া ভাইটিকে নিজ মাতৃভূমে ফিরিয়ে আনতে আমাদের এ লড়াই।
আমাদের এ লড়াই জন্মভূমিতে প্রাণের ধর্ম ইসলাম রক্ষার। এ লড়াই সত্যের। এ লড়াইয়ে জয় হবে মুমিনের, পরাজয় নিশ্চিত বাতিলের।
তাই রাজপথে আজ রক্ত ঝরবেই। শহীদী কাফেলায় পবিত্র গোলাপের মিছিল বাড়বেই।
এ লড়াই আমার ভাইয়ের রক্ত ঋণের শোধের লড়াই।
এ লড়াই শহীদ ভাইটির আত্মার শান্তির লড়াই। তাই এ লড়াইয়ে আমাদের জিততে হবে।
আমরা যেদিন জিতব সেদিনই কেবর শহীদের আত্মা শান্তি পাবে। তাই ভাইয়েরা লড়াইয়ের মাঠে চলো।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন