আল্লাহু আকবর-আল্লাহু আকবার!!!

লিখেছেন লিখেছেন রণতরী খান ০৩ মার্চ, ২০১৩, ০৭:০১:২০ সন্ধ্যা

মুরাদনগরে মেটাংঘরে স্থানীয় আওয়ামী লীগের সভপতিসহ বাপ-ছেলে তিনজন আওয়ামী লীগ ছেড়ে দিলেন! মাওলানা সাঈদীর ফাঁসির রায় কোনভাবেই মেনে নিতে পারনেনি তারা।

আওয়ামী লীগ ছেড়ে এখন তারা সাঈদীর মুক্তির মিছিলে রাস্তায়। এদিকে একই জেলার দেবিদ্বার উপজেলার বারেরা ইউনিয়নের কট্টর আওয়ামী লীগার মিজানুল ইসলাম মাওলানা সাঈদীর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। তিনি তার ভাণ্ডারে থাকা সব অশাব্র্য ভাষা হাসিনার উপর প্রয়োগ করে রাস্তায় ঘুরে ঘুরে কাঁদছেন।

এভাবে সারাদেশে নিজের দলে চলছে হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ। আপনারা সবাই দোয়া করতে থাকুন। আর রাস্তায় নেমে আসুন প্লিজ। এবার রাজধানীতে প্রতিবাদ জরুরি।

একজনেরও ঘরে বসে থাকার সুযোগ নেই। ময়দানের লড়াইয়ে সাহসী মুজাহিদের বড় প্রয়োজন। দু:সময় কেটে যাবে ইনশাআল্লাহ।

by-Ronotory Khan

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File