রক্তে কেনা এ স্বত:স্ফূর্ত হরতালই বলে দেয় হাসিনা তুই বিদায় হ...

লিখেছেন লিখেছেন রণতরী খান ০৩ মার্চ, ২০১৩, ০৮:০৮:৫৪ সকাল

লাখো মুজাহিদের রক্তের উপর দাঁড়িয়ে আরেকটি হরতাল। আমাদের হাজার হাজার ভাই যখন হাসিনার গুলিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন আরেকদল মৃত্যুর ভয়কে তুচ্ছ করে রাস্তায় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।

আল্লহু আকবার। আল্লহু আকবার।

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক হরতাল হচ্ছে। সারা দেশ রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ ট্রেন লাইন বিকল হয়ে পড়েছে। জায়গায় জায়গায় সড়ক অবরোধ করে রেখেছে ইসলামপ্রিয় জনতা। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি।একই সাথে রাস্তায় নেমে আসি।

ভারতীয় কালপিট প্রণব আজ বাংলাদেশে আসছে হাসিনার চলমান গণহত্যাকে বৈধতা দিতে। এর প্রতিবাদ জরুরি। বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। খালি নির্দেশ দেন। প্রবাসী ভাইয়রা জাতিসংঘের সামনে প্রণবের সফরের প্রতিবাদে বিক্ষোভ দেখান।

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File