এ রক্তের স্রোত তুমি রুখবে কেমনে!!!!

লিখেছেন লিখেছেন রণতরী খান ০১ মার্চ, ২০১৩, ১১:৫৩:৩২ রাত

পুরো দেশটাকে রক্তের নহরে পরিণত করেছো। রক্তের গন্ধে নির্ঘুম রাত কাটছে ক'দিন। মুখে খাবার তুলতে গেলে হাত কাঁপছে। চোখের সামনে ভেসে উঠছে আমার ভাইয়ের পবিত্র লাশ। রাহাতরা পাগল করে দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে সাহস ও সংগ্রামের কথা। কাঁচা রক্তের ঘ্রাণে নিজেকে বড় অসহায় আর অপরাধী লাগছেরে আমার। আমি পারিনি তাদের মতো রক্ত ঝরাতে। পারিনি রাজপথের লড়াইয়ে সারথীর ভূমিকা পালন করতে।

তুমিতো জানো না, এই শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের রক্তে তুমি তোমার হাত লাল করেছো। যে ছেলেগুলো রাতের আঁধারে মহান প্রভুর দরবারে কাঁদে, আজ তাদের শবের পাশে লাখো মানুষকে কাঁদিয়েছো। ছেলেহারা এসব তরুণের মায়ের মুখটা কি দেখতে পাও তুমি! সন্তানের জন্য অসহায় বৃদ্ধ বাবার বোবা কান্না কি স্পর্শ করে তোমাকে?

আর কত রক্ত চাও তুমি। এত রক্তের পরও কি পিপাসা মিটেনি। এত এত লাশ দেখেও মনে শান্তি আসেনি। তবে শুনে রাখো-আজ জনতার রক্তের যে স্রোত নেমেছে সে স্রোত রোখার সাধ্য পৃথিবীর কোন শক্তির নেই। এ স্রোতই একদিন তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File