টাকার বিনিময়ে নিজের বাসায় পুলিশি অভিযান চালালেন খোকা!
লিখেছেন লিখেছেন রণতরী খান ০৯ মে, ২০১৩, ১১:৫৫:০১ রাত
হারানো ভাবমূর্তি রক্ষায় টাকা দিয়ে পুলিশ ভাড়া করে এনে পুলিশি অভিযানের নাটক সাজালেন খোকা! বেশ কয়েকদিন ধরে বিম্পি থেকে খোকাকে বহিস্কারের দবিও তুলছে তৃণমূল নেতারা। খালেদা জিয়ার আহ্বানের পর ও মহানগর বিএনপি হেফাজতের সাহায্যে মাঠে না নামায় তীব্র সমালোচনার মুখে পড়ে খোকা। এছাড়া অনেক আগে থেকেই আওয়ামী লীগের সাথে আঁতাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাকে অনেকেই বিএনপির মধ্যে বাআলের চর হিসেবে আখ্যায়িত করছেন।
Click this link
বিএনপির প্রায় সব নেতা জেল নির্যাতনের শিকার হলেও বিস্ময়করভাবে খোকা অক্ষত। খোদ বিএনপি প্রধান তাকে বিশ্বাস করছে না। তাই হারানো বিশ্বাস ফিরিয়ে আনতেই নিজের বাসায় টাকার বিনিময়ে পুলিশি অভিযান চালান খোকা। অথচ সে বাসায় খোকা কখনো থাকেন না।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন