লিঙ্গচিত্র প্রস্তাব

লিখেছেন লিখেছেন রণতরী খান ০১ মে, ২০১৩, ১০:৩৩:০১ সকাল



আমাদের সবার প্রিয় মগার ব্যঙ্গচিত্র ব্যবহার করায় দুই ভদ্রলোককে গ্রেফতার করেছে পুলিশ। শুনলাম তাদের নাকি সাজাও হয়েছে। প্রথম আলো বেশ উতসাহ নিয়ে খবরটি ছাপিয়ে দেশের মানুষকে এসব না করতে একরকম শাষিয়েও দিয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে-কি ব্যবহার করলে ভদ্রলোক দুটিকে মুক্তি দেয়া হবে?

আমরা ব্যঙ্গচিত্র বাদ দিয়ে মখা আলমগীরের লিঙ্গ চিত্রের ব্যবহার শুরু করব!

মতি ভাই নিশ্চয়ই এ প্রস্তাবে নেহায়েতই খুশি হবেন।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File