রাজনীতির মানে কি নোংরামি?
লিখেছেন লিখেছেন নাওয়াজ মারজান ০২ নভেম্বর, ২০১৩, ০৮:২৮:৫৮ রাত
রাজনীতির উপমা কি দিয়ে দেই? নোংরা? নাহ্! একেবারেই বেমানান শব্দ। রাজনীতি মূলত নোংরা কিছু নয়। রাজনীতির ইতিহাস ঐতিহ্য খুঁজলে নিশ্চিত বোঝা যাবে, সভ্য জাতির জন্য রাজনীতি কতখানি প্রয়োজন। কিন্তু বাঙলাদেশের বর্তমান রাজনীতিবিদদের আচার-ব্যবহারে রাজনীতির অর্থ নোংরা হয়ে গেছ। বাঙলাদেশের রাজনীতিকরা এতটাই অসভ্য যার উদাহারণ বাঙলা অভিধানের কোনো শব্দ দিয়ে দেয়া যাবে না। এমনো ছিলো মানুষ রাজনীতিকে শ্রদ্ধা করতো, কিন্তু এখন? এখন মানুষ রাজনীতিকে ঘৃণা করে, ভয় পায়।
রাজনীতির নাম এখন সন্ত্রাসি, চাঁদাবাজি, আর হরতালের নামে মানুষের জানমালের ক্ষতি। ক্ষমতাসিনরা বিরুধীদলীয় নেতাদের প্রশাসন দিয়ে শাসােনা আর বিরুধী দলের নেতারা বিক্ষোভের নামে বোমাবাজি আর সন্ত্রাসি করে মানুষের জানমালের ক্ষতি করে।
বিষয়: রাজনীতি
৩৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন