বোশেখ
লিখেছেন লিখেছেন নাওয়াজ মারজান ১৩ এপ্রিল, ২০১৩, ১০:০৯:০০ রাত
বোশাখ মানে সাজা
পাঞ্জাবি , শাড়িতে
পান্তা , ইলিশ খাওয়া
সানকির হাঁড়িতে ।
এই দিন রাস্তায়
কেঁপে ওঠে ধমনী ,
স্টাইলিসট মেয়ে সাজে
বাঙালি রমণী ।
কাগজের ফুল আর
রোদ ক্যাপ মাথাতে ,
ডুগডুগি হাতে নিয়ে
থাকে সবে বাজাতে ।
হাঁটাহাঁটি হইচই
করে কাটে দিনটা ,
সন্ধ্যায় দেখা যায়
বিপরীত সিনটা ।
কে এফ সি , পিজা হাটে
ফাঁকা সিট মেলা দায়
প্রেমিক-প্রেমিকা সবে
চাইনিজ খেতে যায় ।
বিষয়: সাহিত্য
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন