বস্ত্রহীনকে বস্ত্র দান, থাকুক আপনার অবদান

লিখেছেন লিখেছেন নাওয়াজ মারজান ২৩ নভেম্বর, ২০১৩, ০৭:২৭:৩০ সন্ধ্যা

প্রচণ্ড শীত। শীতগ্রস্থরা খুঁজে ফিরে একটু উষ্ণতা। বস্ত্রীন মানুষের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। এরা আমাদেরই লোক। আসুন না আমরা তাদের পাশে দাড়াই। আপনিও শরীক হোন আমাদের এই আয়োজনে।

-শীতবস্ত্র বিতরণে যারা আর্থিকভাবে সাহায্য করতে আগ্রহীরা আমাদের বিকাশ নাম্বারে (01840956259) টাকা পাঠাতে পারেন।

সময় আসলে আসছে না; যাচ্ছে। তাই সবাইকে শীতবস্ত্র বিতরণের জন্য তৈরি হওয়ার আহবান করছি আমরা।

আমরা চাই, আপনারা সাবাই নিজে যা পারেন- তা দিয়ে, বা অন্যের কাছ থেকে সাহায্য নিয়েও আমাদের এ মহৎ কাজকে সফল ও সার্থক করে গড়ে তুলবেন।

এ পর্যন্ত আমাদেরকে কথা দিয়েছেন অনেকেই, এ হিশেবে প্রায় ৭,৫০০টাকা হয়। আশা করি যারা দিবেন বলেছেন, তারা দিয়ে দিবেন। আর যারা কথা দেন নি, তারাও দিয়ে দিবেন...

(আপনার সামান্য সাহায্যে হয়তো একটা মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে। সুখ এনে দিতে পারে। হয়তো এই সাহায্যই আপনার জন্য হতে পারে আখিরাতের জন্য এক পুরস্কার)

ফেসবুক ইভেন্ট : https://www.facebook.com/events/1418402565059855/?ref=4

মোবাইল থেকে ইভেন্ট : https://m.facebook.com/events/1418402565059855/?ref=4

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File